Main Menu

মৌলভীবাজারী মিলন মেলা নিয়ে প্রস্তুুতি কমিটির সভা

১৯৫২ সালে যুক্তরাজ্যের মিডল্যান্ডসে প্রতিষ্টিত প্রবাসী মৌলভীবাজারবাসীর সংগঠন মৌলভীবাজার জেলা জণকল্যান কাউন্সিল ইউকে‘র উদ্যোগে আগামী ৯ জুন বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া মৌলভীবাজারী মিলন মেলা সফল করার লক্ষ্যে মৌলভীবাজারী মিলন মেলা প্রস্তুতি কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি কমিটির বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৬ জুন বার্মিংহামের স্মলহীথের মিঠাই ঘরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সভাইকে বিভিন্ন উপ-কমিটি আসন্ন মৌলভীবাজারী মিলন মেলার প্রস্তুুতি সম্পর্কে নানা তথ্য ওয়াকিবহাল করেন। এসময় জানানো হয় ইতিমধ্যে বার্মিংহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী মৌলভীবাজারবাসীর সিনিয়র নেতৃবৃন্দ মিলন মেলায় উপস্থিত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। এছাড়া বিভিন্ন শহরে নির্বাচির্ত মৌলভীবাজারী কাউন্সিলারদের অধিকাংশই মৌলভীবাজারী মিলন মেলায় যোগ দেবেন। যোগ দেবেন বেশ ক‘জন ব্রিটিশ এমপি ও কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ উপ-কমিটির সৈয়দ মুজিবুর রহমান,ম্যাগাজিন প্রকাশনা উপ-কমিটির আব্দুল হান্নান,অর্ভ্যথনা উপ-কমিটির আলহাজ্ব আব্দুল কাদির আবুল,প্রচার উপ-কমিটির জয়নাল ইসলাম,সাংস্কৃতিক উপ-কমিটির দুরুদ আহমেদ,মঞ্চ উপ-কমিটির আমিরুল ইসলাম বেলালসহ কার্যকরী কমিটির সভাপতি হাবিবুর রহমান,সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন,মাসুদ আহমেদ,আব্দুল মুহিত,সাংগঠনিক সম্পাদক সিতার আহমেদসহ কার্যকরী কমিটির ফয়ছল চৌধুরী,জাহেদ উদ্দিন,আবুল কালাম আজাদ,রিয়াদ আহাদ,তাজ উদ্দিন,আনোয়ার হোসেইন,ফরিদ আহমেদ ও উপদেষ্টা সৈয়দ জমশেদ আলী প্রমূখসহ অন্যান্যরা। সভা থেকে আসন্ন মিলন মেলায় প্রবাসী সকল মৌলভীবাজারবাসীদের উপস্থিত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য এই প্রথমবারের মতো আগামী ৯ জুন বার্মিংহামে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা প্রবাসী মৌলভীবাজারবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।