Main Menu

কমিউনিটি

কভেন্ট্রি সিটিতে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন সলিসিটর মায়া আলী

স্টাফ রিপোর্টঃ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে তৃতীয়বারের মতো কভেন্ট্রি সিটি কাউন্সিলে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন কাউন্সিলর সলিসিটর মায়া আলী। কভেন্ট্রি সিটির রাডফোর্ড এলাকার লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ১,১৫১ ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারিয়ে পুনঃ নির্বাচিত হন। এবারের তার সর্বমোট প্রাপ্ত ভোট ১,৬৮৬ এবং নিকটতম কনজারভেটিভ পার্টির প্রার্থী মোহাম্মদ তারিক পেয়েছেন ৫৩৫ ভোট। ২০১২ সালে কাউন্সিলর সলিসিটর মায়া আলী কভেন্ট্রি সিটির ওয়েস্টউড এলাকা হতে প্রথম বাঙালি ও প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশে তার পৈত্রিক আদিনিবাস বিশ্বনাথ উপজেলার কজাকাবাদ গ্রামে। জন্মসূত্রে বাংলাদেশি সলিসিটর মায়া আলী ১০ মাস বয়সে মা-বাবার সাথে বৃটেনেবিস্তারিত