Main Menu

সাহিত্য

অধ্যায়, বার্মিংহামের স্মরণসভায় বক্তারা

আল মাহমুদ: বাংলা সাহিত্যের একক অভিযাত্রী

বাংলা সাহিত্যের অনেক কবির ভিড়ে, বিশেষ করে নাগরিক কবিদের মধ্য থেকে আল মাহমুদ ছিলেন আলাদা ও স্বতন্ত্র এক কবি সত্ত্বা। ৫০ এর দশকে যে ক’জন কবি বাংলা সাহিত্যের বাঁকবদলে ভূমিকা রেখেছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। বিশেষ করে ৫০ এর দশক, যা ছিলো আমাদের সাহিত্যের মাইলফলক। মনে প্রাণে কবি ছিলেন সেই দশকের কবিরা আর আল মাহমুদ ছিলেন তাদের মধ্যে শেষ নক্ষত্র। তবে বিশ্বসাহিত্যে যতটুকু পাওয়ার কথা ছিলো তা তিনি পাননি কারণ তিনি নিজেকে লুকিয়ে রাখতেন। অধ্যায়, বার্মিংহামের স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন, আল মাহমুদ ছিলেন বাংলা সাহিত্যের একক অভিযাত্রী। অধ্যায়, বার্মিংহামের আয়োজনে ‘পঞ্চাশের শেষ নক্ষত্র আল মাহমুদ’ শীর্ষক স্মরণসভায় বক্তারা সদ্যবিস্তারিত