Main Menu

সংস্কৃতি

মরমী গানে সুখপাখি খোঁজা

সঙ্গীত অনুরাগীদের ভালোবাসায় নগর আড্ডা

ঢাকঢোল পেটানো আয়োজন নয়, নয় বর্ণীল আলোকমঞ্চ। ইটপাথরের শহরে মরমী গান ও ধামাইলের আসরে এ যেন একদল মানুষের সুখপাখি খোঁজা। তাঁরা এসেছেন গাইতে, নাচতে। তাঁদের গানে প্রাণভরা সুরের দোলা, রক্তে থইথই নাচ। এখানে না আছে বৈষয়িক অঙ্ক কষা, না আছে বিত্তবৈভবের ঝলক। তাঁদের মন ভর্তি এক মরমী কাতরতা, যেখানে সবকিছুকে তুচ্ছ করে বেজে ওঠে- ‘মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে/ তোমারে পোষিলাম কত আদরে’, কিংবা ‘আমার বন্ধুরে কই পাবো সখি গো/ ও সখি আমারে বলোনা/ আমার বন্ধুবিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা’। গানগুলো বাউলসম্রাট শাহ আবদুল করিমের। মানুষের প্রাণের ভেতর দোলা দেওয়া গান। এ রকম রাধারমণের ‘আমার বন্ধু দয়াময়/ তোমারে দেখিবার মনেবিস্তারিত