Main Menu

শিল্প-সাহিত্য

কেমুসাস লেখক-সাংবাদিককে দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান করবে

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের কৃতী লেখক-সাংবাদিককে ‘দেওয়ান আহবাব স্বর্ণপদক’ প্রদান করবে। প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ভাষাসৈনিক দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষা তথা অগ্রসর সমাজ বিনির্মানে তার অবদানকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে তার চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ‘দেওয়ান আহবাব স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটির সভায় পুরস্কারের বিধিমালা চুড়ান্ত করণসহ পুরস্কারের ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, একজন জীবিত লেখক-সাংবাদিককে তার অবদানের জন্যে প্রতি বছর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বার্ষিক সাধারণ সভায় ‘দেওয়ান আহবাব স্বর্ণ পদক’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে স্বর্ণপদক, সম্মাননা ক্রেস্ট,বিস্তারিত