Main Menu

ধর্ম ও জীবন

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এর আগে গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ ও ঈদ উৎসব উদযাপন কমিটি। জানা গেছে, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর তীরে ২০০ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে প্রতিবছর দেশ-বিদেশের তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাত আদায় করে আসছিলেন। একসময় এ ঈদগাহবিস্তারিত