Main Menu

কলাম

না ফেরার দেশে সিলেটের দুখু মিয়া খ্যাত ম আনফর আলী : কিছু স্মৃতি কিছু কথা

নব্বইর দশকের প্রথম দিক। সিলেট এম সি কলেজের তৃতীয় ছাত্রাবাসের আমি তখন আবাসিক ছাত্র। সিলেট সিটি হওয়াতো দূরের কথা বিভাগও তখন হয়নি। শহর বলতে আমরা জিন্দাবাজার আর বন্দর বাজার এলাকাটাকেই বুঝতাম। সিলেটে কবি ,সাহিত্যিক আর সাংবাদিকদের তিনটি বড় আড্ডাস্থল ছিলো। প্রথমটি কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ ,দ্বিতীয়টি কবি দিলওয়ারের ভার্ত্যখলাস্থ বাসা আর তৃতীয়টি হচ্ছে বন্দরবাজারের কুদরত উল্লাহ সুপার মার্কেট। তৃতীয়টিতে তেমন একটা যাওয়া আসা না হলেও প্রথম ও দ্বিতয়টিতে প্রায়ই যাওয়া আসা করতাম। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আড্ডা বসতো। ওখানে আমাদের মধ্যমনি হয়ে আসতেন সিলেটের বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী। আমার বন্ধু ওবিস্তারিত