Main Menu

কমিউনিটি

ইতালির বেরগামোতে দুর্গাপূজা উদ্‌যাপন

দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা গোটা হিন্দু সমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। মন্ডপে বাজে ঢাক। টানা পুরোহিতের মন্ত্রপাঠ, অঞ্জলি, শঙ্খ, কাসব ধ্বনি, ধূপ, উলোধ্বনি আর চারপাশের যাগযজ্ঞ জানান দিচ্ছিল মহাধুমধামেই চলছে মহানবমী। কিন্তু ভক্তদের মুখে যেন বিষাদের ছাপ। মন ভাল নেই কারও। আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা বাপের বাড়ি ছেড়ে আবার যাবে কৈলাসের দেবালয়ে। তাই বিষাদের সুর যেন সব খানেই। বিশ্বের অনান্য স্থানের মতো ৫ দিনের উৎসবে মেতেছে ইতালির বেরগামো বাঙালি হিন্দু সম্প্রদায়, প্রবাসের মাটিতেও এই আয়োজনের কমতি নেই ইতালিরবিস্তারিত