Main Menu

অন্যান্য

জেরেমি করবিন

‘সেরা প্রধানমন্ত্রী’কে পেলো না বৃটেন!

জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে সেরা প্রধানমন্ত্রী হতেন। আর সেই সেরা প্রধানমন্ত্রীর দেখা কখনো পেলো বৃটেন এমনটাই ওঠে এসেছে সাম্প্রতিক এক টুইটার পোল জরীপে। টাইমস রেডিওর এক পোল জরিপে দেখা গেছে, ইজলিংটন নর্থের এমপি, লেবার পার্টি নেতৃত্ব দানকারী জেরেমি করবিন প্রাক্তন লিবারেল ডেমোক্র্যাট নেতা চার্লস কেনেডিকে ৫৭.৭ শতাংশ ভোটে পরাজিত করে সেরা নির্বাচিত হয়েছেন। উপস্থাপক ম্যাট চর্লির “ওয়ার্ল্ড কাপ অব বেস্ট পিএমস উই নেভার হ্যাড” -এ প্রায় ১২,৩০০ ভোট পড়ে। অনলাইন পোল জরিপে করবিন তার পূর্বসূরীদের মধ্যে এড মিলিব্যান্ড এবং জন স্মিথের পাশাপাশি সাবেক লিবডেম নেতা প্যাডি অ্যাশডাউন এবং কনজারভেটিভ পার্টির প্রাক্তন চ্যান্সেলর কেন ক্লার্ককে পরাজিত করেছেন। গত ৩১ আগস্ট, সোমবারবিস্তারিত