Main Menu

২৪ বছর পর দেশে ফিরে মা-বাবার সামনেই লাশ হলেন ছেলে

২৪ বছর পর ছেলে বিদেশ থেকে আসবে জেনে বাবা-মা আগেই ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ি ভাড়া করে ছুটে যান। ছেলেও যুক্তরাষ্ট্র ছাড়ার সময় ফেসবুকে স্ট্যাটাস দেন ‘গোয়িং টু বাংলাদেশ আফটার টোয়েন্টিফোর ইয়ার্স’। অবশেষে দেশে ‍ফিরলেও মা-বাবার চোখের সামনেই লাশ হলেন রুহুল আমিন নামে এক যুবক।
বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় রুহুল আমিনদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যুক্তরাষ্ট্র ফেরত এ যুবক। এ ঘটনায় আহত হন তার পরিবারের চারজন।

নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, ঢাকা থেকে রুহুলকে নিয়ে মাইক্রোবাসে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। মাধবপুরে পৌঁছালে একটি ট্রাক তাদের মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুহুল। মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের আশায় ২৪টি বছর যুক্তরাষ্ট্রে কেটেছে রুহুল আমিনের। অবশেষে নাগরিকত্ব পেয়ে দেশেও ফিরেছেন। কিন্তু বাড়ি ফিরেছেন লাশ হয়ে।