Main Menu

স্বেচ্ছাচারী

জমে উঠছে মেঘপুঞ্জ
মনের কোণে একাকী হলুদ বালুচর,
ব্যাধি শরীরের সঙ্গী,
খানিকটা ব্যাধি পোষা বেড়ালের মত
চুপিচুপি উম্ খোঁজে খাঁচার গ্রিলে।
আকাশের রাগ-রাগিনী সাঁঝ হয়ে
অন্তরে পড়ে রয় ঝড়ের বিস্ময়,
মেঘমেদুর থমথমে রাত যত গভীর,
চাপা দীর্ঘশ্বাস দেয়ালে ছিদ্র পেয়ে
চলে যায় ওই গ্রামে,
পথে পথে ফিরিয়ে নিয়ে
চলে স্বেচ্ছায় যুদ্ধ বাধাবে বলে।
মেঘের যেন বৃষ্টি না হলেও চলে,
শরতের বিষাদ ক্ষরণ,
হেমন্তের পরিযায়ী পাখি,
যেখানেই যায় কুড়িয়ে নেয়
প্রতিটি গোপন কথা।
যে বলে সে ভুলে যায়
স্মৃতি জোনাকির মুখোমুখি
সোনা ধান বাষ্প মাখা।
যে রাখে মনে,
পড়ে থাকে একা অদূরে
প্রবঞ্চনার ক্ষত নিয়ে অখ্যাত শহরে।