Main Menu

শাহরুখের পাশে দাঁড়ানো মানে তার কাঁধে হাত রেখে দাঁড়ানো নয় : সাইমন

শাহরুখের পাশে দাঁড়ানো মানে তার কাঁধে হাত রেখে দাঁড়ানো নয় সাইমন

শাহরুখের পাশে দাঁড়ালেন সাইমন সাদিক। এমন সংবাদ পরিবেশন করেছে কিছু অনলাইন গণমাধ্যম। আর এই নিয়ে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন ঢাকাই ছবির চিত্রনায়ক সাইমন।

ভারতীয় অভিনেতা শাহরুখ খানের সন্তান আরিয়ান মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি। পুত্রের এমন অবস্থায় বাবার অবস্থা কেমন তা সহজেয় অনুমেয়। এই বিষয়টিকে উপজীব্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সাইমন সাদিক।

তিনি বিষয়টিকে একপ্রকার ব্যাখ্যা সহযোগেই বলেন, ‘আসলে না বুঝেই অনেকে ট্রল করছে। পাশে দাঁড়ানো মানে কিন্তু কাছে গিয়ে দাঁড়ানো নয়, একাত্মতা প্রকাশ করাও পাশে দাঁড়ানো।’

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ১৭ তম বর্ষপূর্তিতে মিরপুরের সনি স্কয়ারে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন সাইমন সাদিক।সাইমন জানান, দেশের একটি শ্রেণি না বুঝেই ট্রোলে মেতে ওঠে।

জি হুজুর খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি তো চলচ্চিত্রে আসি ২০১২ সালে কিন্তু অনেক ছোট বেলা থেকেই শাহরুখ খানের আমি বিশাল ভক্ত। যখন প্রিয় মানুষটি বিপদে পড়ে, একটা দুঃসময় পার করে তখন পাশে দাঁড়ানো, মানে কিন্তু তার কাঁধে হাত রেখে পাশে দাঁড়ানো নয়। ভক্ত হিসেবে তার জন্য দোয়া ছিল, আশির্বাদ ছিল; আল্লাহর কাছে চাওয়া ছিল যেন এই বিপদ কেটে যায়।’

সাইমন কালের কণ্ঠকে বলেন, ‘একটা অনলাইন পোর্টাল নিউজ করেছে পাশে দাঁড়ানো, ওই সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে। তিনি তার মতো করেই আমার কাছে ব্যখ্যা দিয়েছে। যাই হোক, পাশে দাঁড়ানো নিয়ে ভুল বোঝার অবকাশ নেই, শাহরুখের ভক্ত হিসেবে আমি দোয়া করছি তার বিপদ যেন কেটে যায়, তিনি যেন দ্রুত কাজে ব্যাক করেন।’

বলিউডের নায়কের জন্য আপনি দয়া প্রার্থনা করছেন, ‘কিন্তু দেশীয় নায়ক নায়িকাদের অনেকেরই দুঃসময় যাচ্ছিল, অনেকটা খারাপ সময় যাচ্ছিল। সেসময়য় সাইমন পাশে দাঁড়িয়েছিল কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, সাম্প্রতিক সময় চলচ্চিত্রের কয়কজন আটক হয়েছিলেন। আমি সেসব বিষয়েও কথা বলেছি। আমি নিরব ছিলাম না। আমি চেয়েছি তাদের এই দুরবস্থা যেন কেটে যায়। আমি সকলের পাশেই দাঁড়াতে চাই যদি সুযোগ হয়।’

সাইমনের বর্তমান লুকে পরিবর্তন এনেছেন, চুল বড় রেখেছেন; রেখেছেন দাড়িগোফ। কেন? জানালেন একটি ছবির শুটিং এর জন্য এই লুক। আপাতত এমন বেশেই তাঁকে থাকতে হবে।

সাইমন সাদিক ‘জান্নাত’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।