Main Menu

লিভারপুলের ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে নিহত ১

যুক্তরাজ্যের লিভারপুলের ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির সন্ত্রাসবাদ আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিবিসি জানায়, ওই হাসপাতালের বাইরে একটি ট্যাক্সি রোববার স্থানীয় সময় বেলা ১১টার ঠিক আগে একজন যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে ট্যাক্সিতে থাকা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্যাক্সির চালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
কাউন্টার টেরোরিজম পুলিশ নর্থ ওয়েস্টের গোয়েন্দারা জানিয়েছেন, ২৯, ২৬ ও ২১ বছর বয়সী তিনজনকে শহরের কেনসিংটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চেষ্টা চলছে। তারা মার্সিসাইড পুলিশের সাথে কাজ করছে।
এদিকে, লিভারপুল ওমেন্স হাসপাতাল জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তারা ওই এলাকায় চলাফেরা সীমিত করে দিয়েছে। আর রোগীদের অন্য হাসপাতালে পাঠাচ্ছে তারা। দমকল বাহিনী জানিয়েছে, তারা দ্রুত গাড়ির আগুন নেভাতে সক্ষম হয়।