Main Menu

লন্ডন রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠছে শিগগিরই

দীর্ঘদিন পর লন্ডন রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ জুন পর্যন্ত এ রুটে নিষেধাজ্ঞা থাকলেও তার আগেই এ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

বেবিচকের চেয়ারম্যান বলেছেন, ‘এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামীকাল রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া, আমরা কাতার রুটে ফ্লাইট চালুর চেষ্টা করছি। সে দেশের সিভিল এভিয়েশনের সাথে আজও কথা হয়েছে। আলোচনার পর ওই রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেকটি আদেশে ৭ এপ্রিল পর্যন্ত চীন বাদে সব দেশের সঙ্গে বিমান যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তী ১ জুন অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট চলাচল শুরু করলেও আন্তর্জাতিক রুটে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকে।