Main Menu

লন্ডনে সিলেটের যুবকের ওপর হামলা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটসের লাইম হাউস স্টেশনের কাছে এক কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় মুক্তাদির চৌধুরী (৩৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টাওয়ার হ্যামলেটসের বুচারস রোডে এ ঘটনা ঘটে। মুক্তাদির চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সাবেক প্রভাষক বলে জানা গেছে।

জানা যায়, মুক্তাদির চৌধুরী শেডওয়েল এলাকার ক্যাভেল স্ট্রিটের সাইকেল লেন দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিলেন। তার পেছনে সাইকেল চালাচ্ছিল কৃষ্ণাঙ্গ এক যুবক। বুচারস রোডে আসার পর যুবকটি তার গতি রোধ করে এবং সাইকেল থেকে নেমে বিনা উসকানিতে কিল-ঘুষি মারতে থাকে।

একপর্যায়ে হামলায় মুক্তাদির চৌধুরীর ঠোঁট ও গাল থেকে থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে পথচারীরা এগিয়ে আসেন এবং কৃষ্ণাঙ্গ যুবককে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।

মুক্তাদির চৌধুরীকে অ্যাম্বুলেন্সে রয়েল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। তিনি হেট ক্রাইমের শিকার হয়েছেন জানান।