Main Menu

ম্যানচেস্টার সিটির সাথে সিসিকের পাঁচটি সমঝোতা স্মারক সই

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার সিটির ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটির পক্ষে সফররত মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ও সিলেট সিটি পক্ষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ সমঝোতা স্মারকে সই করেন।
শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত ও পরিবেশ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, পরিকল্পনা পরস্পরের সাথে বিনিময়ের ওপর দুই সিটির মধ্যে এ সই হয়।

সমঝোতার আওতায় আগামী ১ বছর দুই সিটির পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও কাজ করবে।

ম্যনচেস্টার সিটি মেয়র ও ছয় সদস্যে প্রতিনিধিদের সিলেট সফর উপলক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ওল্ডহাম কাউন্সিল ডেপুটি লিডার আবদুল জব্বার এমবিই, ডিবিএ বাণিজ্য বোর্ডের উপদেষ্টা সীমার্ক গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ইকবাল আহমেদ ওবিই, এমআইডিএএস বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ড্যানিয়েল স্টোর, প্রকল্প ব্যবস্থাপক নিকোল স্ট্রিকল্যান্ড ও ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি রাহিন এম চৌধুরী।
সিসিক মেয়র তনয়া সায়েকা তাবাসসুম চৌধুরী নাহিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধিতদের সম্মাননা ক্রেস্ট, সিলেটের শীতলপাটি, সম্মাননা স্মারক তুলে দেন সিসিক মেয়র আরিফ।

অনুষ্ঠানে বক্তব্যে ম্যানচেস্টার সিটি মেয়র অ্যান্ডি বার্নহাম সিলেট সফরের দুই দিনে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে আগামীতে সিলেট সিটির সাথে বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সিসিক আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে সিলেট সিটিতে পরিকল্পনাধীন বড় কয়েকটি প্রজেক্টে ম্যানচেস্টারের বিনিয়োগকারী এবং সেখানে বসবাসকারী বাংলাদেশিদের বিনিয়োগে এগিয়ে আশার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন- যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার ওবিই, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার সিটির পরিচালক ড্যানিয়েল স্টোর, শাবিপ্রবির সাবেক অধ্যাপক ড. কবির এ চৌধুরী,
প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ।

সিসিকে নির্বাহী প্রকৌশলী আলী আকবরের কোরআন তেলাওয়াত ও কর নির্ধারক চন্দন দাশের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সিটি কাউন্সিলরদের মধ্যে সিসিক কাউন্সিলর আজম খান, আব্দুল মুহিত জাবেদ, সৈয়দ তৌফিকুল হাদী, সালেহ আহমদ সেলিম, শওকত আলী তৌহিদ, আবুল কালাম আজাদ লায়েক, তাকবিরুল ইসলাম পিন্টু, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, নাজনীন আক্তার কনা, রেবেকা বেগম, শাহানারা বেগম শানু, রেবেকা আক্তার লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য পরিবেশন করেন সিলেট মনিপুরী কালচারাল একাডেমীর শিল্পীরা। এছাড়া রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী রানা সিংহ, তাছাড়া গান পরিবেশন করেন শিল্পী হাসান আল বান্না, শামীম আহমদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমিরুল ইসলাম লিটন।