Main Menu

ভারতে মুসলমানদের ওপর বিধিনিষেধের কথা শুনে হতভম্ব হয়েছি: ব্রিটিশ এমপি রুপা হক

লন্ডনে সিএএ বিষয়ক বিতর্কে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক। হাউস অব কমন্স ভবনে বিতর্কটির আয়োজন করে আম্বেদকার ইন্টারন্যাশনাল মিশন ইউকে এবং সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ।

বিতর্কে রুপা হক বলেন, ভারতে মুসলমানদের স্বাধীনতার ওপর বিধিনিষেধের কথা শুনে হতভম্ব হয়েছি। যুক্তরাজ্য ও অন্য দেশগুলোতে বসবাসরত ভারতীয়দের ওপর নতুন প্রণীত আইন কিভাবে প্রভাব ফেলবে সেই প্রশ্নও তোলেন তিনি।

সমালোচকরা আইনটিকে ভারতীয় সংবিধানবিরোধী আখ্যা দিলেও ভারত সরকারের দাবি বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে নিপীড়নের শিকার সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়াই এই আইনের মূল লক্ষ্য।