Main Menu

ব্রিটেনে ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও উদ্বেগজনকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অবশ্য স্কটল্যান্ডে গত ১৮ দিনে কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্যা সান জানিয়েছে গত ৩৮ দিনের মধ্যে আজ ( সোমবার ) সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। আজ সকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৩৮ জন।

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৯ জন। যা গতকালকে ছিলো ৮ জন, আর শনিবারে ছিলো ৭৪ জন এবং গত শুক্রবারে ছিলো ১২০ জন। এ পর্যন্ত যুক্তরাজ্যে সর্বমোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ২১০ জন।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩৮ জন। যা গতকাল রবিবারে ছিলো ৭৪৪জন, শনিবার ছিলো ৭৭১জন, শুক্রবার ছিলো ৮৮০ জন। আজ সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৬২৩ জন।