Main Menu

ব্রিটেনের রাষ্ট্রদূতকে গ্রেফতার করেছে ইরান

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে গ্রেফতার করেছে ইরান। তার বিরুদ্ধে অভিযোগ, ইরান সরকারবিরোধী বিক্ষোভকে উস্কে দিয়েছেন তিনি।
ইরানের তেহরানে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে দেশটির সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছে। আর এই আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ রবার্ট ম্যাকাইরের বিরুদ্ধে। খবর বিবিসি।

বিবিসি’র খবরে বলা হয়, ইরানস্থ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে শনিবার একটি সেলুন থেকে গ্রেফতার করে পুলিশ। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতারের পর টুইটারে একটি ছবিও প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম ইতেমাদ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ইরানের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাজ্য সরকার।

এর আগে মর্মান্তিক বিমান দুর্ঘটনার সঠিক কারণ বের করার জন্য তদন্তের আহবান জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।