Main Menu

বৃষ্টলে অনূর্ধ ৪০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪ জানুয়ারী মংগলবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সুন্দর ও সফল ভাবে সমাপ্তহলো টিম বৃস্টল এর তত্তাবধানে জনাব জিয়াউল হকের আর্থিক সহযোগীতায় অনুর্ধ ৪০ এর দ্বৈতব্যাডমিন্টন টুর্নমেন্ট ২০২০। কিংসউড স্পোর্টস সেন্টার, সাউন্ডওয়েল রোডে অবস্থিত বিশালস্পোর্টস সেন্টারে সাউথহাম্পটন, নিউবারী, কার্ডিফ, নিউপোর্ট, উয়েস্টনও টওনটন, উয়েডমোরএবং সুইনডন, থেকে আগত ৫৬ জন খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহন করেন। ব্রিটেনের এই বৃস্টিভেজা দিনে অসাধারণ পরিবেশে সারাদিন ব্যাপী চমৎকার খেলা উপভোগকরেন আগত দর্শকবৃন্দ। কমিউনিটি এক্টিবিস্ট জনাব জিয়াউল হক ও টিম বৃস্টল অনেক কষ্ট ও পরিশ্রম করে খুব সুন্দর ওসফল এই খেলা আয়োজন করে৷ ফাইন্যাল খেলায় ক্যাটাগরি ডি এন্ড ডি গ্রুপে বিজয়ী বাহা উদ্দিন পাপলু এবং আব্দুর রব এগন (কার্ডিফ) দ্বিতীয় স্হান অধিকার করেছেন মাসুম রাহমান এবং আলম আলী (সুইনডন ও বৃস্টল )। তৃতীয় স্হানে রয়েছেন আব্দুর রহিম এবং সাহাব উদ্দীন (সুইনডন ও বৃস্টল )। ক্যাটাগরি ডি গ্রুপে বিজয়ী হয়েছেন শওকত আহমদ ও এনাম আলী(সাউথহাম্পটন) দ্বিতীয় স্হান অধিকার করেছেন বেলাল মিয়া ও ইফতেকার হোসাইন(ম্যান অফ দি ম্যাচ) (নিউবারি ও উয়েস্টন সুপার মেয়ার) তৃতীয় স্হানে রয়েছেন মুস্তাক আহমেদ ও সামসুল হোসাইন(রিডিং)। খেলার প্রধান আয়োজক বৃস্টল এর বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমিক জনাব জিয়াউল হকবলেন, খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে মেধা ও মনন বিকাশের অন্যতমমাধ্যম হল এটি৷ মানুষকে সকল ধরণের খারাফ কাজ থেকে বিরত রাখে, খেলাধুলার মাধ্যমেদেহ ও মন সতেজ হয়৷ তাই নিয়মিত খেলাধুলার চৰ্চা এবং অংশগ্রহণ করা উচিত৷ তিনিতরুণদের উদ্যেশে বলেন তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে হবে তারা ঘরবন্দী হয়ে শুধু ইন্টারনেটে গেইম নিয়ে ব্যস্থ থাকে৷ শারীরিক সুস্থতার জন্য ফিজিক্যালখেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য৷ বিজয়ীদের এবং খেলায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান যথাক্রমে বৃস্টলবাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম এবং টিম বৃস্টল ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকেজাবেদ আহমদ, মাসুম কামালী ও মামুন।