Main Menu

বার্মিংহামে সন্ধানী নাট্যচক্র ইউকে’র আলোচনা সভা অনুষ্ঠিত

নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলতে নাটকের ভূমিকা অপরিসীম। সমাজের নানা অনিয়ম, অসংগতি সুচারুরূপে ফুটে উঠে একটি নাটিকার মাধ্যমে। আর সে ক্ষেত্রে নাট্যকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
সন্ধানী নাট্যচক্র ইউকে’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। গত বুধবার (১২ই আগষ্ট) সন্ধ্যায় বার্মিংহামের অপরূপা ওয়েডিং সার্ভিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়দেব দুলু। সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তারা বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি কালচারকে এদেশে বেড়ে উঠা নবপ্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বেশী বেশী করে নাটক নির্মাণের তাগাদা দেন। এছাড়া সন্ধানী নাট্য চক্র ইউকে’র নির্দেশনায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তীকে সামনে রেখে বিভিন্ন নাটিকা তৈরীর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী, নাট্যাভিনেতা তারেক চৌধুরী, আজিজুর রহমান হিরণ, মো: আতিকুর রহমান, লোকমান হোসেন কাজী, জুনায়েদ আন্দ্রে, খালেদ আহমদ, সৈয়দা ফারজানা পারভীন, সাহিদুর রহমান সুহেল, ফয়েজ আহমদ, আহমেদ আলী, সালাম উদ্দিন, আব্দুল্লাহ সায়েম, শামীম আহমেদ প্রমুখ।