Main Menu

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের তৎপরতায় একইদিনে দুই সুখবর!

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের তৎপরতায় একইদিনে দুটি সুখবর পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার যুক্তরাজ্য ও বাহরাইন থেকে এসেছে সেই সুখবর দুটি।

সুখবরের প্রথমটি হচ্ছে, বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। এর ফলে বাংলাদেশে করোনার দুই ডোজ টিকা দিয়ে সনদ নিয়ে গেলে সেটি যুক্তরাজ্যে গ্রহণ করা হবে।

অন্য সুখবরটি হচ্ছে, করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ঢুকতে বাংলাদেশিদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিচ্ছে দেশটি। আগামী রোববার (১০ অক্টোবর) থেকে দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা।

ছুটির দিনে সকালে পাওয়া এই দুই সুখবরে আনন্দে উদ্বেলিত বাংলাদেশ। বিশেষ করে প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের হিল্লোল।

জানা গেছে, বাংলাদেশ থেকে করোনা টিকার দুটি ডোজ নিয়ে গেলেও যুক্তরাজ্যে তা গ্রাহ্য করতো না। দুটি ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিদেরও দেশটিতে গিয়ে বাধ্যতামূলকভাবে হোটেল বা হোম কোয়ারেন্টিনে দশ দিন থাকতে হতো। এ সময়ে তাদেরকে দুবার করোনা পরীক্ষার সম্মুখীনও হতে হতো। যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টিন এবং করোনা পরীক্ষা ব্যয়বহুল। বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদের এজন্য গুনতে হতো বড় অঙ্কের টাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্য যাতে বাংলাদেশে দুই ডোজ টিকা গ্রহণের সনদের অনুমোদন দেয়, এ বিষয়ে বিশেষ মনোযোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গেল মাসে যুক্তরাজ্য সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এছাড়া বিষয়টির দিকে নজর রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের নির্দেশ দেন ড. মোমেন।

এরই প্রেক্ষিতে এসেছে সুখবর। আজ শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানায়, দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল থেকে কার্যকর হবে।’

যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন, সোমবার ভোর ৪টা থেকে যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়াদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টিনে অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-১৯ পরীক্ষা করে নেওয়া উচিত। টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে।

তবে যারা দুই ডোজ টিকা না নিয়ে যুক্তরাজ্যে যাবেন, তাদেরকে হোটেল বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন চলা অবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।

এদিকে, করোনা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বাংলাদেশকে ‘রেড লিস্টে’ রেখেছিল। ফলে দেশে ছুটিতে আসা বাহরাইন প্রবাসীরা ফিরতে পারছিলেন না। এ নিয়ে হাজার হাজার প্রবাসী ছিলেন শঙ্কার মধ্যে। কারো কারো ভিসার মেয়াদ ফুরিয়ে আসছিল। তাদেরকে ঘিরে ধরছিল অনিশ্চয়তার আধার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাহরাইন প্রবাসীদের এই অনিশ্চয়তা কাটাতে জোর তৎপরতা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাহরাইন সরকারের দায়িত্বশীলদের সঙ্গে একাধিকবার কথা বলেন তিনি।

এরই ফল হিসেবে আজ বাহরাইন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশকে ‘রেড লিস্ট’ বা লাল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে দেশটিতে যেতে আর বাধা থাকলো না বাংলাদেশিদের।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে বাহরাইন। ১০ অক্টোবর থেকে দেশটির রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।