Main Menu

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত, পদত্যাগ চাইলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একাধিক নারী। তদন্তে তা প্রমাণিত হলেও পদত্যাগ করতে নারাজ কুমো। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এখন কুমোর সরে যাওয়াই উচিত। মঙ্গলবার (৩ আগস্ট) তিনি এ কথা বলেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেন, আমি মনে করি তার পদত্যাগ করা উচিত। আমি বুঝতে পারছি, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেয়া হতে পারে। কিন্তু ফ্যাক্ট হিসেবে আমার জানা নেই। আমি পুরো তথ্য পড়িনি।

গত বছর গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে অনেকে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর তদন্তে নামে স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী টিম প্রায় পাঁচ মাস ধরে প্রায় ২০০ জনের জবানবন্দি নেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, ক্ষুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়। যদিও যৌন হয়রানির এসব অভিযোগ এখনো অস্বীকার করছেন কুমো। গভর্নরের দায়িত্ব থেকেও সরতে নারাজ তিনি।