Main Menu

ছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

মাত্র কয়েকদিন আগে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। এবার টোকিও অলিম্পিকে সেটার প্রতিশোধ নিল ব্রাজিল। তবে ফুটবলে নয় অলিম্পিকের ভলিবল ইভেন্টে প্রথমে পিছিয়ে থেকেও আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

নিজ দেশের অনুষ্ঠিত রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন দল ছিল ব্রাজিল। এবার টোকিও অলিম্পিকে গ্রুপপর্বে নিজেদের ম্যাচে তারা খেলতে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার বিপক্ষে। প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা ভয়ও ধরিয়ে দিয়েছিল তাঁদের মনে।

কিন্তু ব্রাজিলের সঙ্গে পেরে উঠেনি লিওনেল মেসির দেশটির ভলিবল খেলোয়াড়রা। পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। ফলে শেষ সেটটা ছিল ম্যাচের জয় নির্ধারণী সেট। সেটাতে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ পর্যন্ত হাসি হেসেছে গত আসরের চ্যাম্পিয়নরাই। ব্রাজিল শেষ সেটটা জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে।

এ জয়ের ফলে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা পড়ে আছে পাঁচে।