Main Menu

গোবর খেয়ে ভাইরাল হলেন যে ডাক্তার

গরুর মূত্র অথবা গোবর খাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই ভারতে অনেকে বিভিন্ন মতবাদ দিচ্ছেন। করোনা কিংবা ক্যানসারের মতো জটিল রোগ নিরাময়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দাবি করেছেন কেউ কেউ। এবার গোবর খেয়ে আলোচনায় ভারতের হরিয়ানার এক চিকিৎসক।

হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তাল পেশায় শিশু চিকিৎসক। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে গোবর খেয়ে তার ‘গুণাগুণ’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মনোজ মিত্তালের দাবি, তার মা উপবাসের সময় গোবর খেতেন। তিনিও সেই ধারা বজায় রাখছেন। গোবর খেলে নাকি শরীর, মন পবিত্র হয়ে যায়। তার ভাষায়, ‘গোবর শরীরে একবার প্রবেশ করলে শরীরকে শুদ্ধ করে তোলে।’

ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই এটির নিচে মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘তিনি এমন অনায়াসে গোবর মুখে পুরলেন, কেউ রাজমা চাওলও এত সহজে খায় না।’

গোবরের উপকার নিয়ে অনেক মতবাদ থাকলেও এ বিষয়ে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই বলে জানা গেছে। বরং, গোবর খাওয়ার কারণে বিভিন্ন সংক্রামক ব্যধি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। তাই, মনোজ মিত্তাল একজন চিকিৎসক হয়ে গোবর খাওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।