Main Menu

কোহলিকে স্লেজিং করতে বারণ করলেন অজি কিংবদন্তি

স্টিভ ওয়াহর নেতৃত্বে অপরাজেয় একটা দল ছিল অস্ট্রেলিয়া। মাঠের ক্রিকেটের মতো কথার তোপে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারদর্শী ছিলেন তারা। স্টিভ ওয়াহ উত্তরসূরিদের সতর্ক করলেন, কোহলিকে স্লেজিং করলে হিতে বিপরীত হতে পারে।

অস্ট্রেলিয়া সফর দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত। অস্ট্রেলিয়া অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। ২৭শে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ভারতের। তারপর তিনটি টি-টোয়েন্টি। ১৭ই ডিসেম্বর থেকে শুরু বর্ডার-গাভাস্কার ট্রফি। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে অ্যাডিলেড ওভালে ডে-নাইট প্রথম টেস্ট।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে উত্তরসূরিদের সতর্ক করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি বলেন, ‘ভারতের অস্ট্রেলিয়া সফরে স্লেজিং কোন কাজে আসবে না। বিশেষ করে বিরাট কোহলিকে স্লেজিং করলে তা কাজে আসবে না বলে মনে করি। ক্রিকেটার হিসেবে বিরাট যে উচ্চতায় পৌঁছেছে। তাতে ওকে এখন আর স্লেজিং করে কোন ফল হবে না।’