Main Menu

কাশ্মীরের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: মাহাথির

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি মালয়েশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। মালয়েশিয়ার পাম অয়েল বর্জনে ভারতের পদক্ষেপ দেশটিকে তার অবস্থান থেকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মাহাথির বলেছেন, ভারত সরকার কাশ্মীরের জনগণের সঙ্গে অন্যায় আচরণ করছে। ভারতীয় ক্রেতাদের কাছে প্রচুর পাম অয়েল বিক্রি করি আমরা, কিন্তু ভারতের নেয়া পদক্ষেপ আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। তবে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলবে মালয়েশিয়া। অর্থনৈতিক ক্ষতির কথা চিন্তা করে যদি অন্যায়কে প্রশ্রয় দেই তবে ভবিষ্যতে আরো অনেকেই অন্যায় করবে।

মালয়েশিয়ার পাম অয়েলের ওপর ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটির কারণে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

এর আগে জাতিসংঘের একটি ভাষণে কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মাহাথির। তার ভাষণের প্রতিবাদে মালয়েশিয়ার পাম অয়েল কেনা বন্ধের হুমকি দেয় ভারত সরকার।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এরইমধ্যে ভারত তার হুমকি বাস্তবায়ন শুরু করেছে।