Main Menu

করোনা ব্রিটিশ রানিকে ক্লান্ত ও অবসন্ন করে দিয়েছে

গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেস জানিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি পরবর্তীতে সুস্থও হন। কিন্তু রানি জানিয়েছেন, ভাইরাসটি তাকে খুবই ক্লান্ত ও অবসন্ন করে দিয়ে গেছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রয়্যাল লন্ডন হাসপাতাল ভিডিওকলের মাধ্যমে ভার্চুয়ালি ঘুরে দেখেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় তিনি করোনা থেকে সুস্থ হওয়া এক রোগীর সঙ্গে কথা বলেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। ওই রোগীর বাবা এবং ভাই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

করোনা থেকে সুস্থ হওয়া রোগী আসেফ হোসাইন ও তার স্ত্রী শামিমার সঙ্গে কথা বলার সময় রানি বলেন, ‘এটি (করোনা) একজন মানুষকে খুবই ক্লান্ত ও অবসন্ন করে দিয়ে যায়। এটা ভয়াবহ মহামারি, ফল ভালো নয়।’

২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসেফ হোসাইন। তিনি তার পরিবারের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হওয়া তৃতীয় সদস্য। আর বাকি দুই সদস্য বাবা ও ভাই মারা গেছেন। ভেন্টিলেটরে সাত সপ্তাহ ছিলেন আসেফ। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি, চিকিৎসা নিচ্ছেন।