Main Menu

এক বছরে ওমরাহ পালনকারীদের কারো করোনা শনাক্ত হয়নি

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র টিকা নেওয়া মুসল্লিরা ওমরাহ পালন করছেন। করোনাকালের এক বছরে পর্যায়ক্রমে ওমরাহ শুরুর পর অদ্যবধি কারো করোনা শনাক্ত হয়নি। রবিবার (৩ অক্টোবর) মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ তথ্য জানিয়েছেন।

গত বছর ৪ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ধাপে ধাপে ওমরাহ কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে ওমরাযাত্রীদের সংখ্যাও বাড়ানো হয়। বর্তমানে পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন এক লাখ মুসল্লি ওমরাহ পালন করছেন এবং ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করছেন। তাদের সবাইকে টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদে প্রবেশ করতে হয়।

এক বিবৃতিতে মসজিদ পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস বলেন, ‘মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক প্রচেষ্টায় পবিত্র দুই মসজিরেদ পরিচালনা পর্ষদ কাবা ঘরে আগত ওমরাযাত্রীদের কারো করোনা শনাক্তের কোনো খবর পায়নি।

করোনা সংক্রমণ রোধে সৌদি সরকার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে স্বাস্থ্য সুরক্ষামূলক নানা ধরনের পদক্ষেপ নেয়। দীর্ঘ ১৮ মাস বিদেশি ওমরাহ যাত্রীদের আগমন সাময়িক স্থগিত থাকে। এর পর গত ১৫ আগস্ট থেকে শুধুমাত্র টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের সৌদি আগমন শুরু হয়।

গত বছর ৪ জানুয়ারি কভিড-১৯ মহামারি সংক্রমণরোধে ওমরাহ পালন স্থগিত করা হয়। এরপর প্রায় ১০ মাস পর পুনরায় ওমরাহ চালু হয়। বর্তমানে প্রতিদিন লাখো মুসল্লি ওমরাহ পালন করছেন।