Main Menu

ইউকেবিসিসিআই মিডল্যান্ড রিজিওন কমিটি গঠিত

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ইউকেবিসিসিআইয়ের মিডল্যান্ড রিজিওন কমিটি গঠিত হয়েছে।

ড. এমজি গোলাম মাওলা মিয়াকে প্রেসিডেন্ট ও কাউন্সিলর নাওয়াজ আলীকে জেনারেল সেক্রেটারি করে ১৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার এক জুম মিটিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইকবাল আহমেদ অবিই, প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই এবং বর্তমান প্রেসিডেন্ট নাজমুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এমএ গণি সহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিডল্যান্ড রিজিওন কমিটি চূড়ান্ত করা হয়।

মিডল্যান্ড রিজিওনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মাওলা বলেন, মিডল্যান্ড হচ্ছে ইউকের অন্যতম ব্যবসাকেন্দ্র। অদূর ভবিষ্যতে আরো বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এমন সময় মিডল্যান্ড রিজিওনের গুরুদায়িত্ব আমার উপর অর্পণ করায় কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

কাউন্সিলর নাওয়াজ আলীর পরিচালনায় মিটিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম পরিচালক সিদ্দিকুর রহমান জয়নাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিমা মিয়া, মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন
ভাইস প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, রানা মিয়া চৌধুরী, রঞ্জু মিয়া, জয়েন্ট সেক্রেটারি আশিকুর রহমান তালুকদার, ট্রেজারার রফিক মিয়া, অর্গানাইজিং সেক্রেটারী শামীম চৌধুরী, মেম্বারসীপ সেক্রেটারি মোহাম্মদ সিরাজ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল ফজল মোহাম্মদ কামরুল হাসান, মাসুক আলী, ব্যারিস্টার সাম উদ্দিন, মহসিন আলম, মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই, রফিক চৌধুরী, বিলাল আহমদ, সলিসিটর মোহাম্মদ আব্দুল ওলি।