Main Menu

‘আমার শরীর থেকে যে তুমি গিয়েছ চলে’ নতুন কবিতা লিখলেন অনুপম রায়

অনুপম রায়, মন ভালো করা গানে অব্যর্থ ঔষধ দেন তিনি- অনেকেই এমনটা বলে। আসলে কথা সমৃদ্ধ গানে অনুপুম অতুলনীয়। এই সময়ে দুই বাংলার গানে অনবদ্য, অন্যতম জনপ্রিয় তিনি। এলেন দেখলেন, জয় করলেন- এ কথাটা অনুপমের ক্ষেত্রেই বলা যায়। এই সময়ে কোটি বাঙালির হৃদয় দখল করে রয়েছেন অনুপম। শুধু বাংলা সংশ্লিষ্ট এলাকাতেই নন, ভারতের দুর্বোধ্য ভাষার রাজ্যগুলোতে রয়েছে জনপ্রিয়তা, আমন্ত্রণ জানিয়ে শোনেন অনুপমের গান।

এ তো গেল অনুপমের গান, গান ছাড়াও অনুপম ভালো লেখালেখি করেন। অনুপম রায় একজন মুক্ত গদ্য লেখক, একজন কবি। একজন গায়ক-সঙ্গীত পরিচালক কিংবা গীতিকারের বাইরে অনুপমের এই পরিচয় পাওয়াই যায় না। অথচ বাংলাদেশের রকমারি ডটকমে অনুপমের দুইটি বই পাওয়া যায়, একটার ‘অ্যান্টনি’ আরেকটা ‘আমাদের বেঁচে থাকা।’

যাই হোক, এতো ফিরিস্তির আগে ফিরে যাওয়া যাক এই সংবাদের উদ্দেশ্যে। অনুপম রায় এক মুগ্ধতার নাম। মঙ্গলবার একটি কবিতা লিখে সেই মুগ্ধতার জানান দিলেন ফের। কবিতার নাম দেননি। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই কবিতার নাম দেওয়া যেতে পারে- কবি ভেসে যায় অলকানন্দার জলে। পড়ে নেওয়া অনুপমের সদ্য কবিতা…

আমার শরীর থেকে
যে তুমি গিয়েছ চলে
ধাপে ধাপে কুয়াশা বাড়ির পথে
সেখানে তোমার উৎসব।
আমার ফালতু রাত
তবু তো নিজের
এই টেবিল, এই ঘুমিয়ে পড়া
এই চার দেয়াল
এরা তো আমার সাথে
আমার কথা বলে
“কবি ডুবে মরে
কবি ভেসে যায় অলকানন্দার জলে”।