Main Menu

আপেক্ষিক সময়

সময় আপেক্ষিক ,
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের তত্ব ;
আমরা সময়কে অনুভব করি একটি স্রোতশ্বিনীর স্রোতধারার মতো চঞ্চল ,আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা-লব্ধপ্রতিষ্ঠ জ্ঞান দিয়ে চলমান প্রবাহ যা কেবলই ভবিষ্যতের দিকে ধাবমান ,তাই অতীতে যাওয়ার সক্ষমতা আমাদের নেই আর,ভবিষ্যতে কী ঘটনা অপেক্ষমাণ তাও কল্পনার সামিয়ানার তলে আসেনা কখনোই ,মাঘ কুয়াশা ভোরের বিমূর্ত কুহেলিকা যেমন ।

সময়ের প্রতিটি স্ন্যাপসর্ট মূহুর্তের পর মূহুর্ত
একের পর এক সমান্তরাল পটভূমি স্থিরচিত্রে সাজিয়ে দেখুন মনে হবে যেনো মহান এক স্রষ্টার একটি মহা কল্পনার বাস্তব চিত্রকল্প ;
যারা আসছে সবাই যাচ্ছে চলে
কেউ কিছু বলে কেউ না-বলে ,
যারা অপেক্ষমাণ তারা আসবে আবার চলেও যাবে
সময়ের স্রোতে ভেসে – —
কী অনিন্দ্য কারূকাজ ,এক প্রাণেতে এক পৃথিবী ,আমার মতো আমার ,আপনার মতো আপনার ।