Main Menu

আনন্দের দিনে সিলেটের জন্য যে ‘দু:সংবাদ’

মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় আজ ঈদের দিন (২১ জুলাই) সিলেট কম-বেশি বর্ষণ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সব জায়গায় সবসময় বৃষ্টি হবে এমন নয়। এই রোদ, এই বৃষ্টি- বিষয়টা এমন হবে। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হয়তো বৃষ্টি হবে হালকা।

যেসব বিভাগে ভারী বর্ষণ হবে, সেখানেও স্থায়ী বৃষ্টি হবে না। তবে অস্থায়ী বৃষ্টি হবে। তাই ঈদের প্রস্তুতিতে ছাতাকে মাথায় রেখেই সারতে হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।