Main Menu

আগামী সপ্তাহে হোয়াইট হাউজে মোদি-বাইডেন বৈঠক

আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন রোধে তারা মিলিত হচ্ছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন পাসকি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ‘কোয়াড’ জোট শীর্ষ নেতাদের সামিট অনুষ্ঠিত হবে।

তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন নেতৃবৃন্দ। সেখানে আগামী ২১ সেপ্টেম্বর ভাষণ দেবেন জো বাইডেন।

এর আগে গত মার্চ মাসে অনলাইনে কোয়াড নেতারা বৈঠকে মিলিত হন। সে সময় তারা কোভিড-১৯ ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের আগ্রাসন রোধ নিয়ে আলোচনা করেন।