Main Menu

৬০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোর মুকুটে যোগ হলো আরো একটি পালক। ৬০০তম লিগ ম্যাচের মাইলফলকে পা রাখলেন গত পরশু। উপলক্ষটা রাঙিয়েছেন স্পেসিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে একবার লক্ষ্যভেদ করে। সিরি ‘এ’তে এবার এটা ২০তম গোল পর্তুগিজ যুবরাজের। এ নিয়ে টানা ১২ মৌসুম করলেন ২০ বা এর বেশি গোল, যে কীর্তি ইউরোপের মর্যাদার পাঁচ লিগে নেই আর কারো।

ওদিকে প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। পরশু পেপ গার্দিওলার দল ৪-১ গোলে হারিয়েছে উলভসকে। সব মিলিয়ে এটা টানা ২১তম জয় ম্যানসিটির। দুইয়ে থাকা ম্যানইউর চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে শিরোপার সুবাসও পাচ্ছে তারা। বুন্দেসলিগায় বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের মাঠে ১-০ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড এখন পাঁচ নম্বরে।

সিরি ‘এ’তে গত সপ্তাহে হেলাস ভেরোনার মাঠে হোঁচট খেয়েছিল জুভেন্টাস। টানা ১০ শিরোপার স্বপ্নটা বেঁচে রইল পরশু স্পেসিয়াকে হারিয়ে। প্রথম এক ঘণ্টায় অবশ্য গোল পায়নি জুভেন্টাস। অতঃপর কোচ আন্দ্রেয়া পিয়েরলো ৬১তম মিনিটে নামান ফেদেরিকো বের্নারদেস্কি আর ফরোয়ার্ড আলভারো মোরাতাকে। ম্যাচের ভাগ্য গড়ে দেন এই দুজনই। মাঠে নামার এক মিনিট পরই বের্নারদেস্কির ক্রস ছয় গজ বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন মোরাতা। ১০ মিনিট পর বের্নারদেস্কির আরেকটি পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফেদরিকো কিয়েসা।

তাঁর শট প্রথমবার গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে প্রায় শুয়ে পড়া কিয়েসা পা লাগিয়ে জড়ান জালে। ম্যাচ শেষের এক মিনিট আগে রদ্রিগো বেন্তানকুরের পাস ধরে ডি বক্সের মুখ থেকে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন তিন নম্বরে। শীর্ষে থাকা ইন্টার মিলান এগিয়ে ৭ পয়েন্ট।