Main Menu

২৮ আগস্ট বার্মিংহামে তৃতীয় ক্রীড়া উৎসব

আগামি ২৮ আগস্ট অনুষ্ঠতি হবে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে তৃতীয়বারের মতো পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি কর্মকান্ড সম্বলিত ‘ক্রীড়া উৎসব বার্মিংহাম ২০১৮।
মূলত বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতিক কর্মকান্ডের অংশ অতীতের অবলুপ্তপ্রায় ও ক্রমশ বিলুপ্ত হাড়িভাঙ্গা, হাডুডু, মোরগের লড়াই, সুই-সুতা দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, চেয়ার দৌড়, দড়ি ফাল, লুডু, দৌড়, কানামাছিসহ ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডের পুনঃপ্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণের উদ্দেশ্যে আয়োজিত হয় এ উৎসব ৷ যেকোনো বয়সের যেকেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ করতে পারবেন ৷

যুক্তরাজ্যে সবচেয়ে বৃহৎ এমন ক্রীড়া উৎসব এ দেশে পর পর দু’বার সফলতার পর এবারও আবহমান বাংলার ঐতিহ্য, ভরপুর নানা ধরণের দেশীয় ফুর্তি-আমোদ ও বিনোদনের এমন আয়োজন ৷ দিনব্যাপী এই উৎসবে সকল বাংলাদেশিদের স্বপরিবারে উপস্থিতি ও অংশ গ্রহণের আহবান করা হয়েছে ৷

গত দু’বারের ন্যায় উৎসবে সবার জন্য উন্মুক্ত। তবে প্রতিটি খেলা ফ্রি এন্ট্রি ৷ শুধু মাত্র ফুটবলে (এন্ট্রি ফি ত্রিশ পাউন্ড )৷ ফুটবল আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দল রেজিস্ট্রেশন করা হব।
ক্রীড়া উৎসবের ভেন্যু গত দু’বছরের অনুষ্টিতব্য সমান স্থান: small heath wellbeing’ center,muntaz street,smallheath,B10 9rx। যেকোনো ধরণের তথ্য ও যোগাযোগের জন্য 07985256395 নাম্বারে ফোন কিংবা টেক্সট করতে পারবেন ৷