Main Menu

হাফিজ মাওলানা রশীদ আহমদ উমরপুরী রাহঃ স্মরণে বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি,উমরপুর মাদ্রাসার সাবেক মুহতামীম হাফিজ মাওলানা রশীদ আহমদ উমরপুরী রাহঃ স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড জোন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।১৯ নভেম্বর সোমবার
শাহজালাল জামে মসজিদে বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা হেলাল আহমদ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া,আলহাজ্ব আফতাব মিয়া,আলহাজ্ব মুস্তাকিম আলী,মুহাম্মদ দিলন মিয়া প্রমুখ।আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন,হাফিজ মাওলানা রশিদ আহমদ রাহঃ আজীবন আল্লাহর জমিনের আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা জন্য কাজ করে গেছেন।দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে তাহার অনন্য ভূমিকা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।