Main Menu

সিলেট জেলা আ.লীগ সভাপতি লুৎফুরকে খোঁজলেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানকে খোঁজেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে সারাদেশ নির্মিত ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলার পর আসেন সিলেট জেলায়। সিলেট পর্বে আসার পর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানকে খোঁজেন তিনি (প্রধানমন্ত্রী)। কিন্তু অসুস্থতার কারণে ওই অনুষ্টানে উপস্থিত ছিলেন না এডভোকেট লুৎফুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই তথ্য জানান দক্ষিণ সুরমার উপজেলার নিবার্হী কর্মকর্তা আব্দুল আহাদ।

এসময় প্রধানমন্ত্রী বলেন তিনি (লুৎফুর) অসুস্থ আমি জানি। উপস্থিত আছেন কি না তা জানতে বলেছিলাম।

পরে জেলা আওয়ামীলীগের সভাপতির অনুপস্থিতিতে কথা বলেন দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামীলীগের বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন