Main Menu

সিলেটে আজহারীর ওয়াজ নিষিদ্ধ

Sharing is caring!

সিলেটে সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে সিলেট জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের উপস্থিতিতে সিলেটের আলেম সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২০ জানুয়ারি সিলেট কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আজাহারীর। তার আগমনের সংবাদে মাহফিলের পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসন কানাইঘাটে আজহারীর আগমন স্থগিত করে।

ওই দিন দরবস্তের হাজারী সেনাগ্রাম মাঠে ও সিলেটের ওসমানীনগরসহ তিনটি মাহফিলে তার বয়ান রাখার কথা ছিল।

আজহারী সিলেটে আসছেন এমন খবরে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। তাকে প্রতিহতের ডাকও দিয়েছিলেন কানাইঘাট ও জৈন্তাপুরের মানুষ।

কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় এই চাপা উত্তেজনার ফলে বুধবার বৈঠক ডেকে আজহারীর আগমন স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বিতর্কিত ওয়াজ নিয়ে আলোচনা করা হয়।

এরপর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যেহেতু আজহারীর বয়ান বিতর্ক তৈরি করছে, সুতরাং সিলেটে আজহারীর অনুষ্ঠিতব্য সব মাহফিলে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

তাছাড়া ভবিষ্যতে আজহারীকে নিয়ে সিলেটে কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করলে প্রশাসনের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*