Main Menu

সাড়ে তিন ঘণ্টার সংলাপ , ড. কামাল বললেন ‘ভালো হয়েছে’

আওয়ামী লীগ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সাড়ে তিন ঘণ্টার সংলাপ শেষ হয়েছে। সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত কথা হয় দুই পক্ষে। আর সে আলোচনা ভালো হয়েছে বলে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

দীর্ঘ এই আলোচনা চলে গণভবনে। সংলাপ শেষে বের হওয়ার সময় দুই পক্ষের নেতাদের মুখেই হাসি দেখা গেছে।

দুই এখনও আলোচনার বিষয় নিয়ে দুই পক্ষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলতে পারেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে ঐক্যফ্রন্টের বক্তব্য জানানো হতে পারে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসভবনে। তবে তিনি গণভবন ছাড়ার সময় এক বাক্যে বলেছেন, ‘আলোচনা ভালো হয়েছে।’