শিগগিরই ফিরছেন না জেমি


শিগগিরই ঢাকায় আসার সম্ভাবনা তার কম। ফলে ২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে শিষ্যদের খেলা দেখা হবে না জেমির। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফেডারেশন কাপের শেষদিকে হয়তো ঢাকায় আসতে পারেন কোচ।
গত ৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহার আবদুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। কাতার থেকে প্রধান কোচ জেমি ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস চলে যান ইংল্যান্ড।
বাফুফের জাতীয় দল কমিটি সূত্রে জানা গেছে, ‘দুই কোচ ছুটি কাটাতে ইংল্যান্ডে রয়েছেন। সামনে বড়দিন। নতুন বছর শুরুর আগে তারা আসছেন না, এটা নিশ্চিত।’
বড়দিনের ছুটি শেষে বাফুফের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসার দিনক্ষণ ঠিক করবেন জেমি। ইংল্যান্ডে থাকলেও ফুটবলারদের প্রতি তার নির্দেশনা দেয়া রয়েছে আগেই। একটি সূত্র জানায়, ইংল্যান্ডে থাকার সময় ফেডারেশন কাপের খেলা অনলাইনে দেখবেন জেমি।