লেবাননে কর্মহীন বাংলাদেশিদের ফেরানোর সিদ্ধান্ত


বাংলাদেশি শ্রমিকদের ফেরাতে কোনো চাপ নেই দাবি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানিয়েছেন- লেবাননে কর্মহীন বাংলাদেশিদের পর্যায়ক্রমে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে। তাদের ফেরানোর বিষয়টি সরকারই দেখভাল করবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি এসব কথা বলেন। মুনিরুছ সালেহীন বলেন, লেবানন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। সেখানে কর্মীরা যে টাকা উপার্জন করছেন, তাতে জীবনযাপন দুঃসাধ্য হয়ে যাচ্ছে। যার কারণে তারা ফেরত আসতে চাচ্ছেন। তাদের ফেরত পাঠানোর প্রশ্নে লেবানন সরকার কোনো চাপ দিচ্ছে না। এটা শুধু সুনির্দিষ্টভাবে বাংলাদেশিদের সমস্যা না, সব দেশের প্রবাসীরাই এই সমস্যায় পড়েছেন।
সচিব আরো বলেন, লেবানন ছাড়া অন্য কোনো দেশ থেকে বড় সংখ্যায় কর্মী ফেরত আসার তথ্য আমাদের কাছে নেই। লেবাননের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। আমাদের নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, লেবাননে যারা আটকা পড়েছেন তাদের পর্যায়ক্রমে ফেরত আনার যাবতীয় ব্যবস্থা করবো। পৃথিবীতে কোনো দেশে আমাদের কর্মী আটকা পড়ে আছেন, আর আমরা তাদের নিয়ে আসিনি- এমনটা কখনো ঘটেনি।