Main Menu

যুক্তরাজ্যে ভ্রমণকারীদের করোনার নেগেটিভ সনদ লাগবে

Sharing is caring!

যুক্তরাজ্য ভ্রমণকারীদের প্রবেশের আগে করোনা ভাইরাসের নেগেটিভ ফলাফলের সনদ দেখাতে হবে। খুব দ্রুতই এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নিয়মটি আগামী সপ্তাহ থেকে প্রয়োগ করা হবে। যুক্তরাজ্যের নাগরিকসহ জল, স্থল বা আকাশপথে আসা সকল যাত্রী নতুন বিধিমালার আওতায় পড়বেন।

তাই যুক্তরাজ্যে আসতে চাইলে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে তারা যেদেশে অবস্থান করছেন সেখানে করোনা টেস্ট করাতে হবে। তবে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া আসলে সীমান্ত স্পটে চেকিংয়ের সময় ৫০০ ডলার জরিমানা করা হবে।

দেশটির পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, নেগেটিভ সনদ ছাড়া যাত্রীরা যুক্তরাজ্যগামী যানে আরোহণ করতে পারবেন না। সনদ ছাড়া তাদের ভ্রমণের অনুমতি বা ভিসা দেওয়া হবে না।

এছাড়া ট্রাভেল করিডরের তালিকায় নেই এমন দেশ থেকে আসাদের নেগেটিভ সনদ থাকার পরও প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*