Main Menu

মুক্তি পেল প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’ মুক্তি পেয়েছে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেপ্লেক্সে শুক্রবার (২০ নভেম্বর) প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো।

‘বায়োগ্রাফি অব নজরুল’ প্রদর্শনীর ভার্চুয়াল উদ্বোধন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্ণিল কর্মময় জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই প্রামাণ্যচিত্র। নির্মাতা ফেরদৌস খান পরিচালিত এই ডকুফিল্মের নেপথ্যে কণ্ঠদান করেছেন অভিনেতা আসাদুজ্জামান নূর এবং আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবনী। নজরুল সেন্টারের ব্যানারে নির্মিত ‘বায়োগ্রাফি অব নজরুল’র আবহসংগীত পরিচালনা করেছেন শিল্পী পিন্টু ঘোষ।

উদ্বোধনী আয়োজনে নির্মাতা ও কলাকুশলীরা জানান, প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনসহ বিভিন্ন স্কুল কলেজে প্রদর্শন করা হবে।