মার্কিন কংগ্রেসে করোনা বিষয়ক ৮৯২০০ কোটি ডলারের প্যাকেজ অনুমোদিত


করোনা ভাইরাস বিষয়ক ৮৯২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এর ফলে কয়েক মাস ধরে নিষ্ক্রিয় থাকার পর বিধ্বস্ত অর্থনীতিতে নতুন করে প্রাণসঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। এই প্যাকেজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষর করার পরই তা আইনে পরিণত হওয়ার কথা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, কয়েক দিন তীব্র উত্তেজনাকর সমঝোতার পর কংগ্রেসের উভয় কক্ষ এই বিল পাস করেছে সোমবার রাতে। প্রথমে প্রতিনিধি পরিষদ এটা পাস করে। এর কয়েক ঘন্টা পরে তা পাস হয় সিনেটে। এই অর্থ থেকে বেশির ভাগ মার্কিনিকে ভাইরাস রিলিফ বিল হিসেবে ৬০০ ডলার করে দেয়া হবে।
বাকি অর্থ দিয়ে যেসব মার্কিনি করোনা মহামারিকালে কাজ হারিয়েছেন তাদের সহায়তা করা হবে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি এই বিলে সমর্থন করেন, যদিও এতে রাজ্যের জন্য এবং স্থানীয় সরকারের জন্য সরাসরি কোনো সহায়তা রাখা হয়নি। ডেমোক্রেটরা এসব খাতে বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে আসছিলেন। পেলোসি বলেছেন, তারা এ জন্য আগামী বছর নতুন করে প্রচষ্টা চালিয়ে যাবেন, যখন তাদের দলের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ক্ষমতায় থাকবেন।
« তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন মঙ্গলবার (Previous News)
(Next News) অভিযোগ নেই স্পর্শিয়ার »