Main Menu

ব্রেক্সিট ইস্যুতে জরুরি পরিকল্পনা নিচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী

কোনো চুক্তি ছাড়া ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে সরকারকে সহযোগিতা করতে জরুরী পরিকল্পনা প্রস্তুত করছে ব্রিটিশ সেনাবাহিনী। চুক্তি ছাড়াই বের হয়ে গেলে সেনাবাহিনীর ভূমিকা কী হবে এর উত্তরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী টোপিয়াস এলোড জানান, মৌলিক কাজ হিসেবে ব্রিটেনকেই সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী।

প্রতিরক্ষমন্ত্রী জানান, সেনাবাহিনী সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আড়ালে আলোচনা অব্যাহত রয়েছে এবং জরুরী পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, পরিবর্তিত অবস্থার চাহিদা এবং অন্যান্য ইস্যুর জন্য প্রস্তুতিস্বরুপ আমরা গ্রহনযোগ্য ব্যবস্থা গ্রহন করে যাচ্ছি। সবাই চায় একটি চুক্তিতে আবদ্ধ হতে। কিন্তু যদি চুক্তি না হয় তাহলে যেকোনো ধরণের সমস্যা নিরসনে সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।