Main Menu

ব্রিটেনের প্লাইমাউথে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

Sharing is caring!

ব্রিটেনের প্লাইমাউথে এক বন্দুক হামলার ঘটনায় বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা দশে এক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, তিনজন নারী, দুইজন পুরুষ এবং সন্দেহভাজন ব্যক্তি মারা গেছে। সবাই গুলির আঘাতে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে লুক পোলার্ড নামে স্থানীয় একজন আইনপ্রণেতা জানিয়েছেন, নিহতদের মধ্যে অল্পবয়সী একজন তরুণীও রয়েছেন। হামলার এই ঘটনাকে তিনি ‘অবর্ণনীয় ভয়ঙ্কর’ বলেও আখ্যায়িত করেন।

ব্রিটেনে বন্দুকের মালিকানা নীতি অনেক কঠোর এবং সারা বিশ্বের মধ্যে দেশটিতে বন্দুক হামলা ও এ সংক্রান্ত সহিংসতা ও হতাহতের ঘটনা খুবই কম। দেশটিতে এ ধরনের বন্দুক হামলার ঘটনাও খুবই বিরল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*