Main Menu

বাসাইলে জামায়াতের আমীরসহ ৭ নেতাকর্মী আটক

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা জামায়াতের আমীরসহ বিএনপি-জামায়াতের ৭নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির খানশুর, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপি নেতা আলম মিয়া ও হোসাইন জমাদার।

ওসি আনিচুর রহমান বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক চলাকালে উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ ৯৪টি ধর্মীয় বই, দুই ব্যাগ ইটের খোয়া ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। আটককৃত ৭জন ছাড়াও অজ্ঞাত ৭০-৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।