Main Menu

বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম শাখার এক মতবিনিময় সভা ১৩ সেপ্টেম্বর স্থানীয় মিষ্টি দেশ রেষ্টুরেন্ট এর হলে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম ও মিডল্যান্ড জোনের উপদেষ্টা মাওলানা খালিদ আহমদ, মাওলানা রশিদ আহমদ, বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক বলেছেন, আলেম উলামাদের বিহত্তর ঐক্য সময়ের অপরিহার্য দাবি। কাওমী মাদ্রাসা গুলো ও কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক জাতির আস্থার প্রতিক। এসব প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি আমাদের অক্ষুন্ন রাখতে হবে।কাওমী মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ও স্বাধীনতা ধরে রাখতে আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই।
মতবিনিময় সভায় বৃটেনের করোনাকালীন এই কঠিন সময়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।