Main Menu

বার্মিংহামে আসতে পারে তৃতীয় স্তরের লকডাউন

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে তৃতীয় স্তরের লকডাউনে পড়তে পারে বার্মিংহাম। মঙ্গলবার এই বিষয়ে সকলকে সতর্ক করে ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অ্যান্ডি স্ট্রিট বলেছেন, দ্বিতীয় ধাপে করোো ভাইরাস সংক্রমণের  ঘটনা ক্রমাগত বাড়তে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে ইংল্যান্ডের অন্যান্য অঞ্চলের মত বার্মিংহামও তৃতীয় স্তরের লকডাউনের মুখোমুখি হতে পারে ।
গ্রেটার ম্যানচেস্টার, লিভারপুল সিটির পর বার্মিংহামও এ পথ অনুসরণ করতে পারে বলে সতর্ক করেন তিনি।
পরিস্থিতির উন্নয়নে সরকার ঘোষিত সলক বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করে মি. স্ট্রিট বলেন,   এরপরেও ভাইরাস বৃদ্ধি পেলে বার্মিংহামে তৃতীয় স্তরের লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে।